ভালোবাসলাম, হ্যা আমি তারে ভালোবাসলাম কিন্তু সে আমাকে বাসলোনা, আমায় বুঝতেও চাইলো না।
আমার লেখা আরো গল্প পরতে চাইলে আমার পেইজ টি লাইক দিতে পারেন । https://www.facebook.com/arshipon23
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
ভালোবাসলাম, হ্যা আমি তারে ভালোবাসলাম কিন্তু সে আমাকে বাসলোনা, আমায় বুঝতেও চাইলো না।
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
আমার ভয় হয় খুব
আমার ভয় হয় খুব;
যদি কখনো আমার চোখের ক্ষুধা মিটে যায়
যদি কখনো আমার হৃদয়ের তৃষ্ণা মিটে যায়
যদি আর কখনো তোমার গন্ধ না পাই দখিনা হাওয়ায়,
তবে আমি নিশ্চিত সেই দিন আমি মৃত
আমার দেহ কোন খেজুরের কাঁটা ঘেরা নতুন কবরে!
তোমাকে না দেখার খুব ভয় হয় তাই-
তোমাকে রেখে গেলাম মেঘের ভাঁজে ভাঁজে
তোমাকে রেখে গেলাম জোছনার নরম আলোর মাঝে
তোমাকে রেখে গেলাম বসন্তের সুখী পাখিদের গানে
তোমাকে রেখে গেলাম কঁচি পাতার সবুজ রঙে,
তোমাকে রেখে গেলাম লেবু ফুলের তীব্র ঘ্রাণে
তোমাকে রেখে গেলাম পৌষ, শ্রাবণ আর অঘ্রানে,
তোমাকে রেখে গেলাম মমী করা হৃদয়ে ভালোবেসে
তোমাকে রেখে গেলাম পৃথিবীর জল, মাটি আর ঘাসে।
হে প্রভু
আমার কবর যেন কুমারী বৃষ্টিতে ভিঁজে
আমার কবর যেন জোছনার আলোয় ভাসে
আমার মাথার কাছে একটা রাঁধাচূড়া জাগে
আমার পায়ের কাছে একটা কৃষ্ণচূড়া থাকে
আমার বুকে যেন অবারিত বুনো ঘাস জন্মায়
আমার শিয়রে যেন একটা লেবু গাছ ফুল ফুটায়।
হে প্রিয়া-প্রতি বর্ষার প্রথম দিনে, মেঘ মেলায় আমার কবরের পাশে তোমার নিমন্ত্রণ।
-
প্রেম বিস্মৃতি অথবা প্রস্থানের গল্প প্রেতাত্মার লেখা গল্প - Written by A R Shipon. প্রেম তো সূচির জীবনে এই প্রথম নয়, এর আগেও অনেকবার এসে...
-
তুমি কি ডাকনাম পাল্টে ফেলেছ? বাড়ির ঠিকানা, কি একলা সিঁড়ি ঘর – বারান্দায় দাঁড়ানো। তোমার ভেতরকার শহরের পিচঢালা পথ কি গিয়ে মিশেছে অন্ধকারে? যে...