বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

প্রেমিক প্রেমিকার দেখা হউক

সেই পোড়া কোকিলের গান শুনে শুনে যদি বিভ্রান্ত হও, তবে নিশ্চিত জেনো, এখনো প্রেম আছে মনে চাইলে উদ্ভ্রান্তের মত ঘর ছাড়তে পারো তখন আমরা গাছের পাতায় সংসার পাতবো, বহু দুরে ছেড়ে ছুড়ে নাগরিক ভিড় খড় কুটু টেনে টুনে পাখিদের নীড় তুমি আমি সারা দিন হাতে হাত রাখি গায়ে গায়ে লেগে থাকি পাখিনির পাখি সূর্যোদয় থেকে কিছু আলো সূর্যাস্ত থেকে কিছু আলো যা কিছু সুন্দর যা কিছু ভালো দিন শেষে ঠোঁটে করে ফিরবো নাহয় এটাই তো স্বাভাবিক! এটাই তো হয়! চোখের মায়ায় ধরা দেবে চোখ বহু কালের তৃষ্ণা জমাট চুম্বনে আলিঙ্গনে প্রেমিক প্রেমিকার দেখা হউক।