আমার লেখা আরো গল্প পরতে চাইলে আমার পেইজ টি লাইক দিতে পারেন । https://www.facebook.com/arshipon23
রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
মালাত
এটা খুব জরুরী,
এটা এই মুহূর্তের একমাত্র জরুরী বিষয়।
বিষয়টা হচ্ছে
আমি তোমাকে নিঃশেষ করে দেয়ার আগে,
তুমি আমাকে নিঃশেষ করে দাও।
আমি মাতাল হয়ে যাওয়ার আগে,
তুমি মাতাল হয়ে যাও।
বিষয়টা অনেকটা এই রকমই আর কি।
কেন?
কারণ, এটা খুব জরুরী!
তুমি হয়তো বুঝছ না!
এটাই এই মুহূর্তের একমাত্র জরুরী বিষয়।
মুল বিষয়টা হচ্ছে ……
আমি পুরুষ, তুমি নারী।
তুমি তা পারনা যা আমি পারি।
আমি পারি তোমাকে লালন করতে,
তুমি পারো আমাকে ধারণ করতে।
আমি পারি তোমাকে আদর করতে
তুমি পার আমাকে বাঁদর করতে।
আমি তোমাকে দেখি ধ্যানে
তুমি দেখ আমাকে জ্ঞানে,
আমি মগ্ন থাকি তোমাকে ধর্ম দিতে
আর তুমি মগ্ন থাকো প্রতি মুহূর্তে আমাকে জন্ম দিতে।
অদ্ভুত, তাই না!
আশ্চর্য!
তুমি কেন দেখেও দেখনা!
আমি তো তোমার ভিতরেই থাকি!
তোমার ভিতরেই আমি শীতল পাটি পেতে ঘুমাই
আরাম করি , খাই
স্বপ্নের আবাদ করি
দুঃখের ফসল কাটি ,করি নবান্ন উৎসব।
চার দিকে তাকিয়ে দেখি ঠিক ঠাক সব!
তাই,
নিয়মিত অফিসে যাই
সকালে বাজার করি
সব সময় আমিই তো অপরাধী!
তাই অসময়ে পায়েও পরি।
জানো!
তুমি যেদিন সম্পূর্ণ মাতাল হয়ে যাবে
তুমি যেদিন আমাকে সম্পূর্ণ জন্ম দিতে পারবে
আমিও মাতাল হব শত ভাগ।
দুজন দুজনের ঠোঁটে চুমুক দিয়ে পান করবো অমৃত সুধা
দুজন দুজনের চোখে তাকিয়ে মেটাবো আজন্ম ক্ষুধা।
তবুও ক্ষুধা রয়ে যাবে জানি।
সেদিন তোমাকে আমার ভালোবাসার গান শোনাবো
সেদিন তোমাকে নিয়ে একটা অমর কবিতা লিখবো
পৃথিবী ধ্বংস হলেও আমারা দুজন
সেই কবিতার মায়া জালে আটকা পরে থাকবো।
ভয়ঙ্কর সুন্দর…
মুক্তি নেই।
কোন মুক্তি নেই।
না আমি তোমাকে মুক্তি দেব,
না তুমি আমাকে মুক্তি দেবে
না আমি তোমার কাছে মুক্তি চাইবো
না তুমি আমার কাছে মুক্তি চাইবে।
কারণ তখন আমারা কবিতার মিল বন্ধে সংসার করছি।
কারণ তখন আমারা ছন্দে ছন্দে ঢেউ খেলছি।
প্রথমে কবিতার বিছানায় আমাদের বাসর হবে,
বাসর হবে টানা সাত দিন সাত রাত
সাত দিন সাত রাত টানা ভরা পূর্ণিমা থাকবে
পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়
তোমার প্রতিটি কোনায় কোনায় বুনে দেব
আমার স্বপ্নের বীজ।
আচ্ছা, কন্যা সন্তান চাও? না পুত্র?
আমরা কিন্তু সন্তান সন্ততি দিয়ে ঘর ভরে দেব।
না করতে পারবে না।
কি চমৎকার দৃশ্য!
তাই না?
তুমি ডিম ভরা মাছের মত পেট নিয়ে কবিতার জলে সাঁতার কাটছ!
আর আমি তোমার চারপাশে দায়িত্ববান পুরুষের মত গোত্তা খাচ্ছি।
বিষয়টা হচ্ছে,
স্বপ্ন সুন্দর,
কবিতা মোহময়
জীবন নেশা ধরানিয়া।
আর আমরা তো মালাত, তাই না?
আমরা যা মন লয় তাই করতে পারি এখন,
কি বল?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
প্রেম বিস্মৃতি অথবা প্রস্থানের গল্প প্রেতাত্মার লেখা গল্প - Written by A R Shipon. প্রেম তো সূচির জীবনে এই প্রথম নয়, এর আগেও অনেকবার এসে...
-
তুমি কি ডাকনাম পাল্টে ফেলেছ? বাড়ির ঠিকানা, কি একলা সিঁড়ি ঘর – বারান্দায় দাঁড়ানো। তোমার ভেতরকার শহরের পিচঢালা পথ কি গিয়ে মিশেছে অন্ধকারে? যে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your participation .