আমার লেখা আরো গল্প পরতে চাইলে আমার পেইজ টি লাইক দিতে পারেন । https://www.facebook.com/arshipon23
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
নতুন বছরে শিপনের গল্প
#শুভ_নববর্ষ_২০২৫
২০২৫ সালে নতুন উদ্যমে, নতুন পথ চলা: শিপনের গল্প, আমার গল্প।
জীবন কখনোই সোজা পথে চলেনা। মাঝে মাঝে হোঁচট খেতে হয়, আবার কিছু সময় আমাদের পথে আসে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জের মাঝেও আমাদের স্বপ্ন এবং প্যাশন কখনো হারিয়ে যেতে দেয় না। আমি শিপন, ৩১ বছর বয়সী একজন ভিডিও এডিটর এবং থ্রিডি মডেলিং, এনিমেশন এবং গেম ডেভেলপমেন্টের প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে।
আমার জীবনটা বেশ মিশ্রিত। একদিকে যেখানে আমি একটি কম বেতনে চাকরি করছি, অন্যদিকে আমার জীবনে নানা রকমের চ্যালেঞ্জ আছে—একটি ডিভোর্স, জীবনের সংগ্রাম এবং প্যাশন অনুসরণের ইচ্ছা। এসব কিছুই আমাকে কখনো থামাতে পারেনি। আজ আমি যেখানে দাঁড়িয়ে, সেখানে বহু সংগ্রাম আর আত্মবিশ্বাসের একত্রিত ফল।
আমার প্যাশন—থ্রিডি মডেলিং এবং গেম ডেভেলপমেন্ট—এগুলি কেবল আমার শখ নয়, এগুলি আমার জীবন। যদিও আমি একটি চাকরি করি, তবুও আমার মনে প্রতিনিয়ত চলতে থাকে এই প্যাশনের ইচ্ছা। আমি বিশ্বাস করি, একদিন এই প্যাশনই আমাকে আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। তবে এই পথে আরো অনেক কিছু করতে হবে। আমার একটি বিজনেস প্ল্যানও রয়েছে যা এই ক্ষেত্রের মধ্যে কাজ করবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি খুঁজছি এমন কিছু ইনভেস্টর যাঁরা আমার স্বপ্নের পাশে দাঁড়াতে চান।
তবে জীবন সবসময়ই সোজা পথ নয়, মাঝে মাঝে অনেক দিকেই বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। অফিসের চাপ, প্যাশনের জন্য সময় বের করা, রাজনীতিতে অংশগ্রহণ, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত সংগ্রামে আছি। তবুও, আমি বিশ্বাস করি, আমার পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে ২০২৫ সালে আমি একটি বড় পরিবর্তন আনতে পারব।
আমার জীবনে এখন নেই কোনো লাইফপার্টনার, কিন্তু আমি জানি, একদিন জীবনের সঙ্গী খুঁজে পাব। এই মুহূর্তে আমি আমার লক্ষ্য, আমার প্যাশন এবং ভবিষ্যৎ পরিকল্পনাতেই মনোযোগ দিচ্ছি। এই সময়ে নিজের জন্য এবং ভবিষ্যতের জন্য কাজ করছি, যাতে একদিন আমি সেই সাফল্য অর্জন করতে পারি যা আমি স্বপ্নে দেখি।
২০২৫ সালের জন্য আমার পরিকল্পনা: নিজের বিজনেস শুরু করা, থ্রিডি মডেলিং এবং গেম ডেভেলপমেন্টের মাধ্যমে একটি নতুন প্রজেক্টের সূচনা, এবং রাজনৈতিক জীবনেও নিজেকে আরো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করা। আমি জানি, এই বছর আমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে।
জীবনের এই কঠিন সময়ে, আমি জানি—যতই কষ্ট হোক, যতই বিপর্যয় আসুক—প্রত্যেক পদক্ষেপই আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আজকের চ্যালেঞ্জগুলো আগামী দিনের সাফল্যের পাথেয় হয়ে থাকবে।
এখন, ২০২৫ আমার জন্য একটি নতুন শুরু হতে চলেছে। আমি প্রস্তুত, প্রস্তুত হয়ে আছি সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য।
আমার পথে যারা আমাকে সমর্থন দেবে, তাদের জন্য আমি কৃতজ্ঞ। আর যারা একদিন আমার গল্প শুনবেন, তারা জানবেন—আমি কখনো হাল ছাড়িনি, কখনো থামিনি। আমার স্বপ্ন পূরণের যাত্রা অব্যাহত থাকবে, এবং আমি জানি, আমি একদিন সফল হব। পরিশেষে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রতিষ্টা বার্ষিকী ও সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
প্রেম বিস্মৃতি অথবা প্রস্থানের গল্প প্রেতাত্মার লেখা গল্প - Written by A R Shipon. প্রেম তো সূচির জীবনে এই প্রথম নয়, এর আগেও অনেকবার এসে...
-
তুমি কি ডাকনাম পাল্টে ফেলেছ? বাড়ির ঠিকানা, কি একলা সিঁড়ি ঘর – বারান্দায় দাঁড়ানো। তোমার ভেতরকার শহরের পিচঢালা পথ কি গিয়ে মিশেছে অন্ধকারে? যে...
বন্ধু
উত্তরমুছুন