আমার লেখা আরো গল্প পরতে চাইলে আমার পেইজ টি লাইক দিতে পারেন । https://www.facebook.com/arshipon23
বুধবার, ২৬ জুলাই, ২০২৩
আজ বড্ড অবাক হয়ে শুনলাম
তুমি নাকি ভালোবাসা খুঁজে বেড়াও ইদানিং ?
তবে ঐদিন কোথায় ছিলো তোমার আপ্রাণ চেষ্টা !
আমি তো মুঠো ভর্তি ভালোবাসা নিয়ে তোমার দ্বারে কড়া নেড়েছিলাম !
কই সেদিন তো অন্য দিকে তাকিয়ে ছিলে ।
তুমি নাকি এখন স্বপ্নের পিছনে অবিরাম ছুটে বেড়াও ?
একদিন তো আমি অসংখ্য স্বপ্ন নিয়ে তোমার
দুয়ারে অপেক্ষার প্রহর গুণে গুণে ক্লান্ত হয়ে ফিরে ছিলাম ,
কই সেদিন তো স্বপ্ন ছুঁয়ে দেখলে না ।
এখন নাকি বাঁচার জন্য
তীব্র আকুতি নিয়ে কারো বুকে ঝাপটে পরতেও ভয় পাও না ?
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
-
তুমি কি ডাকনাম পাল্টে ফেলেছ? বাড়ির ঠিকানা, কি একলা সিঁড়ি ঘর – বারান্দায় দাঁড়ানো। তোমার ভেতরকার শহরের পিচঢালা পথ কি গিয়ে মিশেছে অন্ধকারে? যে...
-
সেদিন তুমি নিবীড় ভাবে কাছে এসে বললে আমায়, স্বপ্ন দেখতে। নিজেকে নিরাপদ দূরত্বে সড়িয়ে নিলেও, কথাটা মনে ধরল। যদিও এখন তোমার কোনো কথাই আর...
-
আমার ক্ষুধা, আমার আলস্য, আমার বাস্তবের কবিতা, আপনাকে ক্ষুদ্ধ, বিক্ষুদ্ধ, ক্রোধান্বিত করতে পারে। করতে পারে কান্না কাতর, বিমর্ষ, দুঃখিত ও ব্যথ...