মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কাব্যকাহন


 আমি জানি এসব কাব্যকাহন শুনবে না লোকে



গীতরূপে কণ্ঠে পাবে না ঠাঁই, কারো


নীবিড় পঠনে হবে না উদ্ধার-


ছেঁড়াখোঁড়া অক্ষরে মেশা এসব অতি ইচ্ছার আহাজারি


আমি জানি, বহুদিনের জমে থাকা ধুলা ঝেড়ে


এসব স্বপ্নকথনে উঠবে না মেতে নতুন যুগের কেউ


পুরনো কাগজের সাথে বাহারি কথারা-সব ভাঙ্গাড়ি দোকানির স্তূপে


একদিন সকরুণ ভিজবে-শুকোবে!


কিংবা ঝালমুড়িওয়ালার ঠোঙ্গায় পড়বে কোনও যুবকের হাতে


সে একবার তাকাবে না ফিরে কী-লেখা সেখানে!


জীবনের আরও যত অপচয় আছে


তার সাথে গভীর মিতালী করে


তার-ছেঁড়া গান করে আমার কবিতার কথা!


অভিমুখ-অভিলক্ষ্য নেই এমন কিছু পাখি আছে বনের বিজনে


একমনে গান গায়-


কে শুনে তা, ফুল না জলের মাছ-দেখে না কখনও


সেসব পাখিদের দলে আছি আর-সব ফুলের উদ্ভাসে


আমি জানি, ভোলা রাখালের বাঁশি-যে সুর বাতাসে ছাড়ে


মানুষের হাটে সে বিকোবে না কোনোদিন।