সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

*** অপেক্ষার কোন শেষ নেই, মৃত্যুই অপেক্ষার শেষ মুহূর্ত ***



 *** অপেক্ষার কোন শেষ নেই, মৃত্যুই অপেক্ষার শেষ মুহূর্ত ***


অপেক্ষা অনেকটা রংধনুর মত। প্রত্যেক অপেক্ষারই থাকে ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন ঢং, থাকে ভিন্ন রকম অনুভূতি।


আবার অনুভূতি গুলো হতে পারে ভালো লাগা বা ভালোবাসার, হতে পারে ভাল রাখার বা নিজে ভালো থাকার। হতে পারে কাছে আসার বা ছেড়ে অনেক দূরে চলে যাবার, হতে পারে খুব আনন্দের অথবা ভীষন কষ্টের।


আর এইসব অনুভূতি গুলোই হল মানুষের আপেক্ষিক অপেক্ষা। এইসব অনুভূতি গুলোই মানুষের মনের মাঝে বৃত্ত একে দেয়, চারিপাশ ঘিরে থাকে। বাঁচার জন্য যেমন অনুপ্রেরণা দেয়, তেমনি বেঁচে না থাকার জন্যও।


হয়তো কেউ অপেক্ষা করছে ফোনের এপাশে হাতের মুঠোয় ফোন নিয়ে একটা প্রিয় মুখের ফোন আসবে বলে, আবার কেউ হয়তো ফোনের অন্যপাশে।


কেউ অপেক্ষা করছে এসএমএস রিপ্লাইয়ের জন্য, কেউ আবার নতুন একটা এসএমএস কিভাবে শুরু করবে সেটার জন্য।


কেউ অপেক্ষা করছে কাউকে অনলাইনে দেখার জন্য, কেউ অপেক্ষা করছে কারো নতুন একটা প্রোফাইল পিক দেখার জন্য।


কেউ অপেক্ষা করছে এক বুক আশা নিয়ে প্রেমিকাকে বিয়ে করবে বলে, কেউ আবার অপেক্ষা করছে হারিয়ে যাওয়া প্রেমিকা ফিরে আসবে বলে।


কেউ হয়তো একটু সুখের জন্য অপেক্ষা করছে বা কেউ আবার অপেক্ষা করছে দুঃখের সময় টা পারি দেবার জন্য।


কেউ অপেক্ষা করছে বহুদিন পর বাড়ি ফেরার জন্য, কেউ অপেক্ষা করছে পথের দিকে চেয়ে অনেক দিন পর সন্তান বাড়ি ফিরবে বলে।


কেউ অপেক্ষা করছে লেখাপড়া শেষ করে একটা চাকরির জন্য, অন্যদিকে আবার কেউ অপেক্ষা করছে মাস শেষ হলে বেতন টার জন্য।


হয়তো অপেক্ষা করছে সারাদি্নের ক্লান্তি শেষে রাতে একটু শান্তির ঘুমের জন্য, কেউ আবার নেহাত সারারাত জেগে আছে নতুন একটা ভোরের জন্য।


আমরা প্রতিটা মানুষই অপেক্ষা করছি। সেই জন্মের পর থেকেই এই "অপেক্ষা" নামক শব্দ টা শুরু হয়েছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেই যেতে হবে।


*** অপেক্ষার কোন শেষ নেই, মৃত্যুই অপেক্ষার শেষ মুহূর্ত ***