মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

আত্মার কথন


 

#আত্মার_কথন

অদ্ভুত এ জীবন। আছে বিচিত্রতা! আছে অট্টহাসি, আছে জলছাপ স্বপ্ন, রঙজ্বলা আকাঙ্ক্ষা, ডুবন্ত আশা, ঘুমঘুম চোখ, যৌবনের সূর্য, নিষ্ক্রিয় আবেগ, পথিকের ক্লান্তি, দৃঢ় লক্ষ্য, উড়ুউড়ু কল্পনা, ধার করে আনা সুখ। আরও আছে অন্ধকারের আর্তনাদ, দুঃখ পোকার গান, অশান্ত শহর, মন খারাপের কোলাহল, বেদনার আলিঙ্গন, অভাবের বাতাস, মানসিক জলোচ্ছ্বাস, বিশালতায় অসহায়ত্ব, আশাহত শিকল, পরাধীন আত্মা, মন খারাপের কোলাহল।


তবুও কবিতা। হোক কবি ক্ষুধার্ত সহায়সম্বলহীন। অন্যরকম মায়ার জগত এই কবিতা। মাত্র কয়েকটি শব্দ লিখে ফেলে সমস্ত কষ্ট, সকল গ্লানি অথবা আনন্দ সুখের কথা। ভালো লাগা, দর্শন, ব্যাক্তিত্ব-মনোভাব উঠে আসে গহীন থেকে। কবির মৃত্যু হয়, মৃত্যু হয়না তার আত্মার কথার, মৃত্যু হয়না কবিতার। কবিতা চিরজীবী হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .