বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

স্পষ্ট অন্ধকার আলোয় যেন কেউ দাঁড়িয়ে।
বাস্তবের অদৃশ্য চাঁদর গায়ে মুরিয়ে।।
হাঁটছে হেলে-দুলে আপন ভঙ্গিতে।
মানুষ না ভূত এবোঝা দায়।।
আমি ডাকলাম শুনছেন কে আপনি?না!
নাই সাড়া,নাই দেখা চলে নিরবতায়।।
ধীর-স্থির কখনো বা গতিতে তার পথ।
পথের যেমন নেই ক্লান্তি,নেই তার শেষ।।
তাহাকেও দেখে মনে হয় চিরন্তন তাহার রেস।
সূর্য উঠিলে হয় সকাল,ডুবিলে হয় রাত্রি।।
তাহার উদয় সদয় থাকে,থাক-সে দিন-রাত্রি।
থাক আর পারিনা তাহার সাথে চলতে।
বাধ্য হলাম মেনে নিতে তাহার
ছত্র-ছায়ায় থাকতে।।
কঠোর,কঠিন,পাষাণ বিবেকহীন তার যাত্রা।
তাঁহার কাছে আমি এক অতি
নগণ্য মানব মাত্রা।।
তবুও আমি রহিলাম সেথায় লক্ষ্যয়িত চিত্তে।
শুন্যতার গণ্ডি পেরিয়ে
তোমার ছায়ার সাথে চলতে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .