বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

কিছু অবাক করা তথ্যঃ —

 


কিছু অবাক করার মতো তথ্যঃ —

১. মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চুড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন।

২. সাধারনত যে শিশুরা ছোটবেলায় মিথ্যা কথা বলে, তাদের বড় হলে সফল পেশাদার হওয়ার সম্ভাবনা বেশি হয়।

৩. ২০১৩ সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে।

৪. মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়।

৫. মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শানুভূতি এবং সবশেষে যায় শ্রবণানুভূতি।

৬. চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে।

৭. ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে । তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা মোটামুটি ১১ শতাংশ।

৮. মেয়েরা সাধারনত নীল রংএর শোওয়ার ঘর পছন্দ করে থাকে এবং পুরুষরা সাদা।

৯. একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া।

১০. যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।

১১. কোনো ভীড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমন্ডলের উপর দৃষ্টিপাত করতে পারি।

১২. আজথেকে একশ বছর পরে ফেসবুকে প্রায় ৯১ কোটি ৬০ লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে।

১৩. প্রায় ৯৬ শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইলফোনটা চেক করে।

১৪. প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সৌভাবশত তিনি একটি গাড়ির উপরে পড়েন এবং বেঁচে যান। ঐ গাড়ির চালক তথা মালিককেই পরে তিনি বিয়ে করেন।

১৫. ১৯৭০ সালে বিশ্বের জনসংখ্যা ছিলো বর্তমান জনসংখ্যার অর্ধেক।

১৬. গর্ভবতী অবস্থায় কোনো মা অধিক দুশ্চিন্তাগ্রস্থ থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়ার স্বভাবের হবে।

১৭. প্রতি বছর পৃথিবীর মানুষের গড় আয়ু তিনমাস করে বাড়ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে।

১৮. পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB- ।

১৯. হেরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো।

২০.  ১৮০০ খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে, আমরা এখন বিশ্বজুড়ে প্রতি দুই মিনিটে তার চেয়ে বেশি ছবি তুলছি।

২১. পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর শরীরের চেয়ে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে।

২২. আমাদের রোগপ্রতিরোধ সিস্টেম প্রতি দিন অন্তত একটি কোষ ধ্বংস করে আমাদের দেহের যা আমাদের ক্যানসার ঘটাবে মনে করা হয়।

২৩. ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রুগির মৃত্যু হয়।

২৪. মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেট করে নিলে তিন ভাগের একভাগ সময়ে রিচার্জ হবে।

২৫. যে বন্ধুত্ব সাত বছর পার করেও টিকে থাকে তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে।

২৬ আয়নায় দেখার সময় আমরা নিজেকে প্রায় ছয়গুণ বেশি সুন্দর দেখি।

২৭. মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে। মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে।

২৮. পরনিন্দা পরচর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো । এইসময় দেহে প্রোজেষ্টেরন হরমোন ক্ষরণ হয় যা দুশ্চিন্তা কমায়।

২৯. কোনো নতুন অভ্যাস তৈরি হতে মানুষের সময় লাগে মাত্র একুশ দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .