মঙ্গলবার, ১৭ মে, ২০২২

মন খোলা চিঠি

 প্রিয়া..

বেশকিছুদিন থেকেই ভাবছি, তোমাকে নিয়ে লিখবো, কিন্তু সময়ের স্রোতের সাথে আমার মনের চাওয়ার মিল নেই বলেই হয়ে উঠেনি। মন তো অনেক কিছুই চায়, কিন্তু মনের হাতি-ঘোড়ার সাথে বাস্তবের দূরত্ব অনেক বেশি বলেই, তোমার সাথে আমার এতো বেশি দূরত্ব। এই দূরত্ব কখনো ঘুচবে না জেনেও বিশ্বাস করার মতো মনের অবস্থা আমার নেই, তা তুমি ভাল করে জানো। তুমি অবশ্য অনেক কিছুই জানো, তবুও তোমার কিছু করার নেই,সেটি আমি আবার ভাল করে জানি।আমরা সবই জানি, কিন্তু জানার মধ্যে কিছুটা পার্থক্য থাকে, তুমি একরকম করে জানো, অথচ সত্যিটা ঠিক তোমার জানার মতো করে নয়, এরকম মাঝে মাঝে হয়। আমার ক্ষেত্রেও সেরকম। তোমার প্রতি আমার এক অমোঘ টান আছে, সেটার কথা তোমাকে বলেছি, কিন্তু তার সত্যি কোন ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনিই। মাঝখানে ভেবেছিলাম, ব্যস্ততা মানুষকে অনেক কিছু ভুলিয়ে রাখতে পারে, সেই চেষ্টা করেছিলাম, তা তুমি ভাল করে জানো, কিন্তু কিছুই হলো না। মন থেকে একদম মুছে ফেলতে পারলাম কই। মানুষের অবচেতন মন বলে একটা ব্যপার থাকে, সেই মনটি যা সত্যি মনে করে তা তোমাকে দিয়ে করিয়ে নিবে, এটি চরম সত্য ব্যপার। মাঝে মাঝে ভাবি, এই আমার আমি এর উপর আমার কর্তৃত্ত এতো কম কেন।আমি মানুষটা সত্যিই কি খুব খারাপ? প্রশ্ন! উত্তর জানা নেই।

মাঝে মাঝে আমি ভাবি, আমি আসলে কি চাই। সত্যি বলতে কি আমি আসলে তোমার কাছে কিছুই চাই না। কিছুই চাওয়া নেই আমার কাছে। তোমাকে এক সময় বলেছি, আমি তোমাকে অধিকার করতে চাই, ব্যপারটি সত্যি নয়, আমি আসলে তোমার কাছে নিজেকে সপে দিতে চেয়েছিলাম। আমি জানি না, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারিনিই সত্যি, তবে বুঝতে যে চাইনি, এটি এমন কিন্তু নয়। আমি তোমার মনের উঠোন দিয়ে সত্যিই হেঁটে আসতে চেয়েছি, কিন্তু তুমি যদি কপাট বন্ধ করে রাখো, তাহলে কিভাবে আমি যাই। কপাট খোলার মতো সাহস যে আমার ছিল না। তুমি হয়তো চেয়েছিলে, আমি নিজেই তোমার কপাট খোলে ঢুকে পরি, কিন্তু আমি যে ভেবেছিলাম অন্যভাবে। আমর ভাবনায় ভুল ছিল হয়তো। কি আর করবো, যা হয়েছে তা তো হয়ে গেছে, এখন নতুন করে কিছু হওয়ার নেই, তোমার মনের উঠোনের কর্তৃত্ত আমার নেওয়া হলো না। অন্য কোন রাজকুমার এসে যখন এই স্থান দখল করে নিবে, তা দেখে আমার খুব খারাপ লাগবে, এর চেয়ে বেশি কিছু আর হবে না। তবে নিশ্চয় তোমার খুশি দেখে আমিও খুশি হবো।

তবে এখনো মাঝে মাঝে মনের মাঝে স্বপ্ন বুনি। জানি এসব মিথ্যে স্বপ্ন। তবুও, অন্তত্য স্বপ্নের সময়টুকুতো ভাল লাগে।

সত্যি আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। কখনো না। তবে তুমি প্রশ্ন করতে পারো, কেন আমি তোমাকে মনের মধ্যে এমন করে বসিয়েছি। এর উত্তর খুব কঠিন। আমি দিতে পারবো না। মানুষের মন খুব জটিল। তুমি তো তুমি। তুমি তোমার তুমিতে তুমিময় হয়ে থাকো। তুমি কখনো আমার তুমি হয়ো না।আমি স্বপ্ন নিয়ে থাকবো। স্বপ্ন যদি কখনো বাস্তব হয়ে যায়, তখন তো সেই স্বপ্নের মৃত্যু হয়। আমি আমার স্বপ্নের মৃত্যু চাই না।

তুমি বরং আমার স্বপ্নেই থাকো। স্বপ্নের মাঝেই আমি তোমার মনের উঠোন দিয়ে হেটে আসবো। স্বপ্নে তোমার সাথে কথা বলবো। স্বপ্নে তোমার সাথে ঘুরে আসবো রোদেলা দুপুরে আকাশে সূর্য মাথায় নিয়ে। জোছনা রাতের সাথী হবে তুমি। বিশাল দিগন্তের উন্মুক্ত মাঠে আমি আমার স্বপ্নের ঘুড়ি উড়াবো....আমার একাকী কল্পনার দিগন্ত রেখার ধূলোময় মেঠো পথ ধরে হেটে যাবো, পাশে তুমি রবে, কল্পনায়, আমার অস্তিত্বে....

ভালো থেকো তুমি, তোমার তুমি হয়ে।

ইতি,
ভোরের শিশির কিংবা শরতের মেঘ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .