মঙ্গলবার, ১০ মে, ২০২২

নষ্ট জাতী

 এই হলো আমরা বাঙালী জাতী। বাজারে সয়াবিন তেল নাই। তেল গেলো কোথায়? ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সিন্ডিকেট দের হাত থেকে তেলের খনি বের করে৷ জরিমানা করে। তারপরেও তেল নাই। 

আচ্ছা আপনি কি মনে করেন এর জন্য সরকার দায়ী? 

সরকার তেলের দাম ৩৮ টাকা বাড়িয়েছে যাতে এই অতিরিক্ত লাভটা পেয়ে সিন্ডিকেট ব্যাবসায়ীরা তেল বাজারে ছাড়ে। কিন্তু কতখানি লোভি হলে এরপরেও বাজারে তেল পাওয়া যায় না। কতটা অমানবিক জাতীতে পরিনত হয়েছি আমরা। অথচ আমরা সবাই দাবী করি মুসলমান। ৯০%+ মুসলমানদের দেশ আমাদের। নিশ্চয় এই সিন্ডিকেট কারিদের ৯০% মুসলমান হবে৷ আচ্ছা আমাদের মুসলমান গিরিত্ব কি শুধু মূর‍্যাল বানানোর সময়, ব্লগারদের বাজে কথার সময়, নাস্তিকদের বাড়াবাড়ির সময়? এই যে খাদ্যে ভেজাল, রোজা আসলে সব কিছুর দাম বাড়ানো, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, সহ এইসব অন্যায়ের সময় কেনো আমাদের ঈমান কথা বলে না। তারপর রাজনিতির কথায় আসি। অমুক ভাই এর নামে কিছু বললে তুলকালাম কান্ড ঘটিয়ে ফেলি, ভোটের সময় খুন তো ডালভাত, ছাত্রনেতা হয়ে ছাত্রদের পক্ষে কথা না বললেও সামান্য ইস্যু নিয়ে কতকিছু করে ফেলি। আসলে রাজনিতি কি এসবের জন্য? এই দুঃসময়ে রাজনিতিবিদ গন কোথায়? সরকারি দল, বিরোধীদল, ডান-বাম এরা কি বাজারে যায় না? আসলে আমরা মুসলমান, বাঙালী, জননেতা নামে আছি, কর্মে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। আমরা পুরো জাতী শুদ্ধ নষ্ট হয়ে গেছি। হোক সে হিন্দু-মুসলমান, সেরা বাঙালী, জননেতা। সবাই নষ্ট হয়ে গেছি। আমিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .