রবিবার, ৮ মে, ২০২২

অকৃতজ্ঞ ভালাবাসা


অকৃতজ্ঞ ভালাবাসা


মাঝে মাঝে ভাবি তুমি বুঝি বড্ডো বেশি ভালবেসে
ফেলেছিলে আমায়। ভালবেসেছ বলেই তুমি অতদূরে।
তুমি চাওনি তোমার ভালবাসা ফিরিয়ে দেই আমি আরও
বেশি ভালবেসে। তুমি চাওনি কোন বিকেলে অপরিণত মনের গভির আবেশে
মিলন প্রত্যাশী চুম্বন। তুমি চাওনি আমার ভালবাসার হলুদ আলোকছটা
তোমাকে ভিজিয়ে দিক;তোমার অহম ভেঙে যাক আমার
হৃদয়ের কম্পনে। তুমি তাই দূরে বহু দূরে হয়ে আছো সোনালী নক্ষত্র।
এখন আর বুকের মাঝে বেদনার আকাশ ঢেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলি না,
হা হুতাশ করি না,জমাট বাধা কান্নার নিস্তব্ধ হিমবাহ নিয়ে আর
কথা বলি না ধীরে ধীরে। তুমি তো আমাকে ভালই বেসেছিলে।
ভালবেসেছ বলেই আমাকে এই কোলাহলের সমুদ্রে হঠাৎ নিস্তব্ধ করে চলে গেছো
চুপিসারে দূরে। আমি এখন তাই চুপচাপ বসে থাকি। কোন উল্লাস বা
আনন্দে মেতে উঠি না। অর্থহীন কোন ভেড়াজ্বালে নিজেকে জড়ায় না।
এই আমি বেশ ভাল আছি নিজেকে সকল বাধন মুক্ত করে মুক্ত হয়ে।
আমি এখন মুক্ত, মুক্ত আমার সব কিছু। পৃথিবীর কোন রং আর ধরে না
আমার মাঝে, আকাশের চাঁদকে ঘৃণা হয় বলে নীলকেও মেনে নিতে পারি না।
সূর্যটাকে বড্ডো বিশ্রী দেখায় বলে পৃথিবীর সব ফুল ফল ছাপিয়ে আমি
নিজেকে মানিয়ে নিই আধার ঘেরা কোন ছায়াপথে।
এক বুক শূণ্যতা আর চারদিকে নিকষ কালো আধারের মাঝে
নিজেকে ভালই লাগে তখন। কোন অবোধ রহস্য নেই,চারদিকে
কিছুই নেই,শুধুই শূণ্যতা।
আলো নেই,হাওয়া নেই, শব্দ নেই, দুঃখ নেই, সুখ নেই
ভাবনা নেই, হতাশা নেই, আশাও নেই,ভাবনা নেই,
হতাশা নেই, আশাও নেই, ভালবাসা কিংবা
আর সব নিছক মানবীয় গুনাবলীকে তখন নিচে ঠেলে
উঠে যাই আমি সবকিছুর উর্ধ্বে।

তবুও মাঝে মাঝে কোথাও যেন দূর থেকে চেয়ে
থাকে মগ্ন দৃঢ় দুটি চোখ। আমি খুঁজে ফিরি।
হয়তো তুমিই হবে। দূর থেকে চেয়ে চেয়ে দেখো আমাকে।
তোমার ভালবাসা আমাকে মহামান্বিত করেও যেন থেমে
আছে কোথাও। সব কিছু ছাপিয়েও যেন আমি থেমে আছি
কোন অবোধ্য জগতের মাঝে। বার বার ভাবি
আমি বুঝি তোমাকেই খুজি, আমার তোমাকে।
ঘাসপাতার আড়ালে, শূণ্যের মাঝে দূরে বহুদূরে
দৃষ্টির সীমার মাঝে।
জানি তুমি কখনো আমার ভালবাসা দু হাত বাড়িয়ে নেবে না
তুমি সূর্যের মতো শুধু দিতেই জানো। আর আমি হায়
নিছক প্রাণি, সহজে সব কিছু পেয়েও নিতে গিয়ে থমকে
দাড়াই। এর সবই কি আমার? তাই কিছুটা
তোমাকে দিতেও চাই। ভালবাসা ফিরিয়ে দিতে গিয়ে
তোমার ভালবাসাকে অপমান করে অকৃতজ্ঞ হই।

হায় ভালবাসা তুমি আমাকে পৌছে দিয়েছ
সব কিছুর উর্ধ্বে তবুও মৃত্যুহীন করে, অকৃতজ্ঞ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .