রবিবার, ২ অক্টোবর, ২০২২

উপাখ্যান

 

এই বিষাদিত উপাখ্যানের চরিত্রগণ –
দুঃখ, কষ্ট, প্রতারিত,...সব –
সবকিছুই উবে যাবে, মিশে যাবে হাওয়ার ডানায় লীন হয়ে।
লক্ষ্যের আড়ালে বসে সেদিন কী দেখিব না আমি!

বাতাসের সেই স্বাদ শুষে নিয়ে, তোমাদের বাড়ন্ত আয়ুক্ষণে –
আমায় কী ভালোলাগায় পড়িবেনা মনে!
স্মৃতি আর বিস্মৃতির পলকে হঠাৎ কভু খুঁজিবে আমায়?
বিষাদময়ীর ছায়া, তোমাদেরও কী ছুঁইবে তখন?

হয়ত আমায় পড়বে মনে, ইচ্ছে হলেও ছাড়তে নারে...
প্রচণ্ড আক্রোশে তখনো কী আমার পূর্বসূরিদের সম্ভাষিবে বিবমিষায়?
তাই যদি হয়, দেখিব না আমি, রয়ে যাব বহুদূর, সেই সে –
সু-উচ্চ পাহাড়ের নিকষ গুহায়; যুলুদের পাহাড়েরা যেথায় দিগন্তে থামে।
অথবা রইব মিশে আঁধারের মেরুজ্যোতি অরোরার রঙের পরতে পরতে।
যেইখানে (ওরা মানে) অদৃষ্ট দেখা দিয়ে থাকে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .