সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

সাহিত্যের খাতাটি আজ অলশ পরে রয় টেবিলে ,
তার পাশেই মৃৃত প্রায় কালিশুন্য কলম।
সাহিত্যের বিজ সমূলে বিনষ্ট করে সে,
আমি তাই অন্ধকার ছাদে দাঁড়িয়ে খোলা আকাশ দেখি।
অসাড়, নিষ্ক্রিয়, নির্লিপ্ত মস্তিষ্কে দেখা ছাড়া আর কিইবা করার আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your participation .